এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কা।
কেননা ব্যাট-বলের কোন বিভাগেই সুবিধা করে উঠতে পারেনি লঙ্কানরা। তবে সেসব ভুলে বাংলাদেশ ম্যাচে চোখ রাখছেন অধিনায়ক শানাকা। তার মতে বাংলাদেশ সহজ প্রতিপক্ষই, কেননা ফিজ-সাকিব ছাড়া বাংলাদেশ দলের বিশ্বমানের বোলার নেই।
শনিবার (২৭ আগস্ট) প্রথম ম্যাচ হারার পরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অধিনায়ক দাসুন শানাকা।
শানাকা জানান, আফগানিস্তানের বিশ্বমানের বোলিং আক্রমণ আছে। আমরা জানি, ফিজ (মুস্তাফিজুর রহমান) একজন ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এদের ছাড়া আর বিশ্বমানের বোলার নেই বাংলাদেশ দলে। আফগানিস্তানের সঙ্গে যদি তুলনা করি, তাহলে বাংলাদেশই সহজ প্রতিপক্ষ।
প্রতিবছরই বাংলাদেশ দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ থাকে শ্রীলঙ্কার। ফলে টাইগার শিবিরের খুঁটিনাটি সম্পর্কে স্পষ্ট ধারণা আছে লঙ্কানদের, আর এটিকেই কাজে লাগাতে চাই লঙ্কান অধিনায়ক। আগের সব অভিজ্ঞতাই পরবর্তী ম্যাচে কাজে লাগবে বলে মনে করেন শানাকা।
তিনি বলেন, বাংলাদেশ দলের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের পরিকল্পনা কী হবে জানি, কেননা তাদের সব খেলোয়াড় সম্পর্কে ধারণা আছে। আগামী ম্যাচে এটা বড় ভূমিকা রাখবে। এই যুগে প্রত্যেক দলই প্রতিপক্ষ সম্পর্কে জানে, যদি না প্রতিপক্ষ কোনো ছোট দল হয়। তাই বাংলাদেশের বিপক্ষে অভিজ্ঞতা কাজে লাগবে।
এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর।