ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টের প্রথমদিনে দাপট দেখিয়েছিল ইংলিশরা। দ্বিতীয় দিনেও রয়েছে তাদের আধিপত্য। দিন শেষে ৯ উইকেটে ৪১৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা দিয়েছে স্টোকসের দল। দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান তুলে দিনের খেলা শেষ করেছে।
ওল্ড ট্রাফোর্ডের দ্বিতীয় দিন শেষে ২৪১ রানে এগিয়ে ইংল্যান্ড। দলটির সমর্থকেরা এ টেস্ট জয়ের স্বপ্ন দেখতেই পারেন। লর্ডসে প্রথম টেস্টটা ইংল্যান্ড হেরেছিল ইনিংস ও ১২ রানে। কে জানে, সেই প্রতিশোধ নিয়ে এই ম্যাচে ইংল্যান্ড ইনিংস ব্যবধানে জিততে পারবে কি না!
দ্বিতীয় দিনের খেলা শুরুতে হোঁচট খায় ইংলিশরা। ১৪৭ রান তুলতে তারা হারায় ৫ উইকেট। সেখান থেকে অধিনায়ক বেন স্টোকস আর বেন ফোকসের জুটি। নামের সঙ্গে ছন্দ মিলিয়েই যেন বড় এক জুটি গড়েন এই দুজন। ৩২৪ বলে তারা যোগ করেন ১৭৩ রান।
স্টোকস ১৬৩ বলে ৬ চার আর ৩ ছক্কায় ১০৩ রান করে রাবাদার শিকার হলে ভাঙে এই জুটি। তবে ফোকস লড়েই গেছেন। টেলএন্ডারদের সঙ্গে নিয়ে ৯৫ রান যোগ করেন তিনি। ইনিংস ঘোষণার সময় ২১৭ বলে ১১৩ রান করে অপরাজিত ছিলেন তিনি।
দিনের শেষ মুহূর্তে ব্যাটিংয়ে নেমে ২৩ রান তুলেছে এলগার ও সারেল। এখনও তারা পিছিয়ে ২৪১ রানে