পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে জেলেদের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট ) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হয়। রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মস্তফা খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদকে টিকিয়ে রাখার জেলেদের মাঝে চালের ব্যবস্থা করেছেন। এতে জেলেরা অনেক খুশি।
এ বছর ১৩০০ জেলেকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিস সহকারী মো.কাওসার হোসেন সহ রতনদী তালতলী ইউনিয়নের সচিব, ইউপি সদস্যবৃন্দ।