হাতিরঝিল থানায় মারা যাওয়া রোমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর পশ্চিম রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জানাজায় স্থানীয়রা অংশ নেয়। এসময় এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।
মৃত রোমানের বোন মুক্তা আক্তার অভিযোগ করেন, পুলিশ সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করলে এমন ঘটনা ঘটতো না।রোমানের বাবা পেয়ার আলী জানান, লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
এর আগে হাতিরঝিল থানা হেফাজতে মারা যাওয়া রোমানের মরদেহ ৪৪ ঘণ্টা পর বুঝে নেন তার বাবা পেয়ার আলি। সোমবার বিকেলে হাতিরঝিল থানা-পুলিশের পক্ষ থেকে পেয়ার আলির কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস। তিনি জানান, মরদেহ বুঝে নেওয়ার পর তাঁরা মোহাম্মদপুরের বাবর রোডের আল মারকাযুলে গোসল করানো হয়।
শনিবার রাতে হাতিরঝিল থানা হেফাজতে মারা যান রোমান। ওই যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে প্রাণ হারিয়েছেন রোমান।