২০০৪ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী জনসভায় গ্রেনেড হামলায় আইভি রহমান সহ নিহতদের স্মরণে জামালপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা -দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ আগষ্ট রোববার রাতে স্থানীয় শহরের বকুল তলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা -দোয়া মাহফিলের আয়োজন করেন জামালপুর পৌর আওয়ামী লীগ। জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু’র সঞ্চালনায় আলোচনা সভা -দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা,আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি,জিএসএম মিজানুর রহমান মিজান,এডভোকেট আমান উল্লাহ আকাশ, সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ১০ নং ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা চৌধুরী হেনা , জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ,পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরা চৌধুরী,জেলা তাঁতী লীগের সদস্য সচিব আরমান হোসেন সাগর, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় জামালপুর জেলা, পৌর, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।