ধর্ম যার যার, উৎসব সবার’ এ শ্লোগানকে সামনে রেখে জামালপুরে শুভ জন্মাষ্টমীর মহোৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে শ্রী শ্রী রাধামোহন জিউ মন্দির প্রাঙ্গণে আলোচনা সভার
আয়োজন করা হয়। জামালপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সোম রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়ের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ,
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, এফবিসিসিআইয়ের পরিচালক রেজাউল করিম রেজনু, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাওনেওয়াজ, শ্রী শ্রী দয়াময়ী
মন্দির পরিচালনা পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি কৃষিবিদ লক্ষীকান্ত পন্ডিত, শ্রী শ্রী রাধামোহন জিউ মন্দির পরিচালনা পরিষদের
ভারপ্রাপ্ত সভাপতি শ্রী দেবব্রত নাগ মধু,৫ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব সিংহ সাহা, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা যুবসংঘের আহবায়ক রিপন দাম প্রমুখ। আলোচনা শেষে প্রদীপে আগুন
দিয়ে শুভ জন্মাষ্টমীর উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে শহরের দয়াময়ী মন্দির থেকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ
করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এর আগে সকালে গীতা পাঠ, জ্ঞান জিজ্ঞাসা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে সকালে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণলায় আয়োজিত অনুষ্ঠানের প্রথম প্রহরের উদ্বোধন করেন এনডিসি তন্ময় হাওলদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির ভিত্তিক শিশু ও
গণশিক্ষা কার্যক্রমের প্রকল্পের সহকারী পরিচালক প্রীতিলতা অধিকারী। সর্বশেষ সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের
সমাপ্তি ঘোষণা করা হয়।