ডলার সঙ্কটের মধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি আগস্টের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৭ দশমিক এক কোটি ডলার। বর্তমান বিনিময় হার হিসাবে টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ ১১ হাজার ১২৪ কোটি টাকা।
বুধবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, আগস্ট মাসের ১৬ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১১৭ দশমিক এক কোটি ডলার। চলতি মাসে এ পর্যন্ত রেমিট্যান্স আসার হার ১৬ দশমিক তিন শতাংশ বেড়েছে। গত বছরের ২-১৬ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এসেছিল ১০০ দশমিক সাত কোটি ডলার।
গত ১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেড় মাসে রেমিট্যান্স এসেছে ৩২৬ দশমকি ৮ কোটি ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৮৭ দশমিক ৮ কোটি ডলার।