পুরান ঢাকার চকবাজার কামালবাগে দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুনের ঘটনায় বরিশাল রেস্টুরেন্টর মালিক ফখরুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে চকবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
নিহত রুবেলের বড় ভাইয়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এসআই রাজীব কুমার সরকার।গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।