কারিগরি ডিপ্লোমা কোর্স তিন বছরে শেষ করা সম্ভব, কিন্তু বেসরকারি স্বার্থান্বেষী মহল অধিক মুনাফার জন্যেই চার বছর মেয়াদে রাখতে চাচ্ছে। এতে করে বেশি টাকা খরচ হওয়ার সাথে সাথে শিক্ষার্থীদের সময়ক্ষেপণ হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, উন্নত দেশের ন্যায় বাংলাদেশ সরকারও কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েই কাজ করছে।তাই অনেক কিছু পর্যবেক্ষণ করেই এই শিক্ষা ব্যবস্থা তিন বছর করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এতে যদি কোন একটা মহলের স্বার্থে আঘাত লাগে তারা সমালোচনা করবেই।
তিনি বলেন, সকল শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়নের জন্যেও কাজ করা হচ্ছে। শিক্ষার মান উন্নত বিশ্বের সাথে নিয়ে আসার জন্যে প্রতিটি সেক্টরে সুবিন্যাস করা প্রয়োজন বলেই বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে।
এর আগে, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী।