নাইজেরিয়ায় আশুরার শোক মিছিলে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। হামলায় বেশ কয়েকজন শিয়া মুসলমান নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইরানভিত্তিক গণমাধ্যম পার্স টুডে।
খবরে বলা হয়, সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাদুনা প্রদেশে শোকাবহ আশুরার মিছিল নিয়ে বের হয় শিয়া মুসলিমদের একটি দল। এসময় বিনা উসকানিতে নাইজেরিয়ার সেনারা এইসব মিছিলে গুলি চালায়।
দেশটির ইসলামিক মুভমেন্টের মুখপাত্র শেখ আব্দুল হামিদের বরাতে পার্স টুডে জানায়, সেনাবাহিনীর গুলিতে অন্তত ছয়জন শোক প্রকাশকারী শিয়া মুসলমান নিহত হন। জারিয়া সেন্ট্রাল মার্কেট এলাকায় ওই শান্তিপূর্ণ শোক মিছিল বের হয়। শেখ বেলো নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের নেতা ইব্রাহিম আল জাকজাকির মনোনীত জারিয়া এলাকার প্রতিনিধি।
শেখ বেলোর অভিযোগ, সেনারা বেপরোয়াভাবে নিরপরাধ সাধারণ মানুষের ওপর গুলি চালায়। নিহতদের মধ্যে শেখ জাকজাকির ভাতিজা রয়েছেন বলে জানা গেছে তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, মুসলিম অধ্যুষিত এ দেশটির বহু শহরে প্রতিবছর আশুরার শোক মিছিল বের হয়। মহানবী (স) এর নাতি ইমাম হোসেন (আ) এর শাহাদাতের বার্ষিকী উপলক্ষে প্রতিবছর ১০ই মহরম সারাবিশ্বে শোক পালন করা হয়।