মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৯ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ৪৮৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার (৯ আগস্ট) পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৪৮৭টি নমুনা সংগ্রহ ও পাঁচ হাজার ৫০৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার চার দশমিক ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৮ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৬৪ জন।
নতুন করে মারা যাওয়া ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ৮১-৯০ বছর। ঢাকা বিভাগের একটি সরকারি হাসপাতালে মারা যান তিনি।
তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ২০ লাখ সাত হাজার ৮৭০ জন। মারা গেছে ২৯ হাজার ৩০৮ জন। সুস্থ হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ১৫৪ জন।