চীনের কাছ থেকে নিজেদের ‘আত্মরক্ষার্থে’ সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ান। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ মহড়া শুরু করে তারা। এমন তথ্য জানিয়েছে ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এএফপি।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, তাদের একজন প্রতিনিধি ওই মহড়াস্থলে উপস্থিত ছিল।তাইওয়ানের এইট আর্মি কর্পোরেশনের মুখপাত্র লু ওয়েই-জে বলেন, উত্তরাঞ্চলীয় শহর পিংটুংয়ের কাছে ভোর পৌনে ৭টার দিকে সামরিক মহড়াটি শুরু হয়। এক ঘণ্টারও কম সময়ব্যাপী মহড়াটি চলে।