দেশের চাহিদার কথা বিবেচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার তাগিদ এফবিসিসিআই-এর। ব্যবসায়ীদের এই সংগঠনের সভাপতি জসিম উদ্দিন বলেন, বর্তমানে শিল্পের উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়ে গেছে। টিকে থাকা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই দেশের চাহিদার কথা বিবেচনা করে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে যেতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে উন্নয়নের স্বার্থে জ্বালানি নিরাপত্তা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অনলাইন যোগ দিয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সরকারের নীতি কৃষি এবং শিল্পকে বাঁচিয়ে রেখে পরিকল্পনা করা। গ্যাসের উৎপাদন বাড়ার নিশ্চয়তা নেই। বিশ্ব বাজারে কোনো জ্বালানির কতো দাম হবে তাও আগে থেকে জানা যায় না। তবে জ্বালানি মিশ্রণের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা। আমদানি কয়লা, পারমানবিক বিদ্যুৎ মিলে পরিস্থিতি উন্নতির দিকে যাবে আশা তার।