নেত্রকোণায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৫০জন হিজড়ার অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
জেলা সমাজসেবা উপ-পরিচালক মোঃ আলা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা সমাজ সেবা সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক অফিসার ফেরদৌস আহমেদ সহ প্রশিক্ষণার্থীবৃন্দ।
ইকবাল হাসান নেত্রকোণা প্রতিনিধি।
https://youtu.be/9tFWkAaBleE