নিউমার্কেটের ঘটনায় জড়িত সবাই ছাত্রলীগের কর্মী, অথচ বিএনপি নেতা অ্যাড. মকবুল হোসেনকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার সকালে রাজধনীর নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে গরীব, দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
রিজভী বলেন, আওয়ামী লীগ পূর্বের ন্যায় আবারো পথের কাটা পরিষ্কার করে নিশী রাতের নির্বাচনের পথ নিশ্চিত করছে। যারা নির্বাচনকালীন সরকারের কথা বলছে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বলেও অভিযোগ করেন তিনি।
কোন দলীয় সরকারের অধিনে নির্বাচন নয় উল্লেখ করে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনে জোর তাগিদ জানান রুহুল কবির রিজভী।