পটুয়াখালীর গলাচিপায় পৌর শহরের প্রাণকেন্দ্রে থানা সংলগ্ন সদর রোডে সোমবার বিকাল ৫টার সময় ফিতা কেক কেটে মা সরস্বতী জুয়েলার্স শুভ উদ্বোধন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ এমআর শওকাত আনোয়ার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান প্যাদা, বণিক সমিতির সভাপতি মু. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা পৌরসভার প্যানেল মেয়র সুশীল বিশ্বাস, সাবেক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাত হোসেন আব্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ আহাম্মেদ আসিফ, গলাচিপা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিল সমীর কৃষ্ণ পাল, গলাচিপা পরিবেশক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পবিত্র কৃষ্ণ পাল প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মা সরস্বতী জুয়েলার্স মালিক দিলিপ কুমার বনিকসহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীবৃন্দ।