আগামীকাল বৃহস্পতিবার বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ। কয়েক দিন ধরে দিনভর গরম আর দিনের শেষ ভাগে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন দেখা গেছে। আগামীকাল রাজধানীতে ঝড়-বৃষ্টির তেমন কোনো আভাস না থাকলেও অন্যান্য ঢাকাসহ অন্যান্য বিভাগের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ বুধবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন।
আবহাওয়া অফিস সূত্র জানা গেছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে দুইবছর নববর্ষ ভালোভাবে উদযাপন করতে না পারলেও এবার বিধিনিষেধহীন পরিবেশে সার্বজনীন এই উৎসবে মেতে ওঠার অপেক্ষায় জাতি। তবে এ বছর দেশের কোথাও কোথাও নববর্ষ উদযাপনে বাধা হয়ে দাঁড়াতে পারে ঝড়-বৃষ্টি।