ভারতের বীরভূমের বাঙালি চিনাবাদাম বিক্রেতা ভূবন বাদ্যকরের ’কাঁচা বাদাম’ গানটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে ইতিমধ্যে। এখন এই গান শুধু ভারতে নয়, সারা বিশ্বেই আলোড়ন ফেলেছে; বিশেষ করে বাঙ্গালী কমিউনিটিতে। রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে ভূবন বাদ্যকর।
সম্প্রতি কাঁচা বাদাম গানের ‘রমজান ভার্সন’ বের হয়েছে পাকিস্তানে।
পাকিস্তানের এক শিল্পী এই গানটির রমজান সংস্করণ তৈরি করে ভুবনের মতো জনপ্রিয়তা পেতে চেয়েছিলেন। কাঁচা বাদামের এই রিমিক্স সংস্করণটি ইয়াসির সোহরাওয়ার্দী (Yasir Soharwardi) নামে এক শিল্পী গেয়েছেন, যিনি পাকিস্তানে উদ্ভট ভাইরাল ভিডিওর জন্য বিখ্যাত একজন ইউটিউবার। হুনাইন রাজা প্রোডাকশন নামের ইউটিউব চ্যানেলটি থেকে ভাইরাল হয়েছে কাঁচা বাদাম গানের রমজান ভার্সনটি।
মিউজিক ভিডিওর নাম রেখেছেন ‘ রোজা রাখুঙ্গা ‘। শিশুদের সাথে কিছু বিড়াল ও পাখিদের দেখা যাচ্ছে ভিডিওতে। খুব আনন্দের সাথে ইয়াসির গানটি গেয়েছেন। কিন্তু ভাইরাল হতে গিয়ে ট্রলডও হয়ে গেছেন। এখন সোস্যাল মিডিয়ায় তাকে প্রচণ্ডভাবে ট্রল করা হচ্ছে। ভারতীয় নেটিজেনরা একে চুরি বলে মন্তব্য করছেন। তাদের কথা, ‘অদ্ভুত দেশ বটে! গানের সুরও ভারতের কাছ থেকে চুরি করতে হয়। ‘
Hunain Raza Production নামে নিজের ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করেছেন ইয়াসির সোহরাওয়ার্দী। গানটি শেয়ার হতেই ভাইরাল হয়ে পড়ে। ইয়াসির সোহরাওয়ার্দী পেশায় একজন ইউটিউবার। করাচির বাসিন্দা তিনি। পাকিস্থানে তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে।