স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ দুপুরে এভার কেয়ার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, বুধবার দুপুর ৩টার দিকে এভার কেয়ার হাসপাতালে যাওয়ার কথা আছে বিএনপি চেয়ারপারসনের।
গত বছরের ১৩ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।
২৮ নভেম্বর মেডিকেল বোর্ড জানায়, লিভার সিরোসিসে ভুগছেন খালেদা জিয়া। সেখানে দীর্ঘ ৮০ দিন চিকিৎসার পর চলতি বছরের ১ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়া বহু বছর ধরে আথ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তার শারীরিক নানা জটিলতা দেখা দেয়।