সাধারণ মানুষের প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা চালু করেছে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়। আজ রোববার পহেলা রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীর ১০ টি স্থানে চলবে বিপণন।
আজ রোববার ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
মন্ত্রী বলেন, রমজানে মানুষ যাতে ভেজাল ও বিষমুক্ত খাবার খেতে পারে সেজন্য সরকার কাজ করছে।
দ্বায়িত্বপ্রাপ্ত কর্মীদের যথাযথ পরিচ্ছন্নতা মেনে বিপণন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন তিনি।
প্রতিটি ভ্রাম্যমাণ গাড়িতে পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার দুধ ৬০ টাকা, গরুর মাংস ৫৫০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা, ড্রেসড ব্রয়লার মুরগি ২০০ টাকা ও ডিম প্রতি হালি ৩০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিকভাবে সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ি গোল চত্বর, জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশি এবং যাত্রাবাড়ীতে ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা চালু করা হবে।