বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে রাজধানীর খিলক্ষেতে কুড়িল ফ্লাইওভার থেকে। নিহত শিক্ষার্থীর নাম মাইশা মমতাজ মিম।
ধারণা করা হচ্ছে, তিনি স্কুটি চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। ট্রাক কিংবা বাসের চাপায় তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির। তিনি জানান, সকাল ৭টার দিকে ফ্লাইওভারের ওপর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। পরে জানা যায় তার নাম মাইশা মমতাজ মিম। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
তিনি তার ব্যক্তিগত স্কুটিতে ছিলেন, ফ্লাইওভারে তার স্কুটিটিকে চাপা দেওয়া হয়।
তিনি জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ করা হচ্ছে।