স্বাধীনতার অঙ্গিকার হাসি ফুটুক সুস্থতার” এই স্লোগানে নেত্রকোণায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ২৬শে মার্চ উপলক্ষে দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গত শনিবার দুপুরে দূর্গাপুর পৌরশহরের মুজিবনগর এলাকায় এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু ও শহীদ আওয়াল স্মৃতি সংঘের সভাপতি হীরা।
মেডিক্যাল ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করেন তালুকদার ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. মো. সারোয়ার হোসেন তালুকদার (শিপলু) ও বুশরা ডেন্টাল কেয়ারের ডা. মাওলানা আলী উসমান।
স্বাধীনতার ৫০ বছরে মজিবনগর আশ্রায়ন প্রকল্পের ৫০ জন হত দরিদ্রদের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।