এবার অর্থ লেনদেনের জন্য রাশিয়া বিকল্প প্রস্তাব দিলে বাংলাদেশ বিবেচনা করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। সুইফটের নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যাংকের সাথে লেনদেনে সতর্ক থাকার নির্দেশও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
https://www.youtube.com/watch?v=0DvmQ61Y28Y
পররাষ্ট্র সচিব জানিয়েছেন, রূপপুর প্রকল্প নিয়ে এখনই শঙ্কা না থাকলেও, অংশীজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
দেশের সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। ১২০০ মেগাওয়াটের দুটি ইউনিটের নির্মাণ ব্যয় প্রায় এক লাখ ১৪ হাজার কোটি টাকা।
যার মধ্যে রাশিয়ার ঋণ সহায়তা ৯১ হাজার ৪০ কোটি টাকা। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই আলোচনায় রূপপুর পারমানবিক প্রকল্পের অর্থায়ন। সম্প্রতি আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম সুইফট থেকে রাশিয়ান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার পর তা আরো তীব্র হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যাংকগুলোর সাথে লেনদেনে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। বিশ্লেষকদের মতে, আপাত ক্ষতির সম্ভাবনা না থাকলেও যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে অর্থ লেনদেন নিয়ে শঙ্কা তৈরি হতে পারে।
তবে এখনই শঙ্কা দেখছেন না পররাষ্ট্রসচিব। এ বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠকও হয়েছে বৃহস্পতিবার। সচিব জানান, অবস্থা বুঝেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।