শেরপুরের ঝিনাইগাতীতে কোভিড-১৯ ও ওমিক্রন বিস্তার রোধকল্পে সচেতনতা, সন্ত্রাস- জঙ্গিবাদ, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যা নিরসনে ইমাম, খতিব ও আলেম-ওলামাগণের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইগাতী উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. মোত্তাছিম বিল্লাহ’র সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরামর্শ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান।
উক্ত সভায় উপজেলার ৭ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।