শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সমস্যার পেছরে যারা জড়িত তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, শাবিপ্রবির সব সমস্যা ক্ষতিয়ে দেখা হবে। এসবের সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের সব অভিযোগ সমাধান করা হবে।
এসময় শিক্ষার্থীদের অনশন থেকে সরে আশার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, শাবি শিক্ষার্থীদের আন্দোলনের শুরু ১৩ জানুয়ারি। রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের ছাত্রীরা।