রাজধানীর বাইরেও একই চিত্র। বিধিনিষেধের ঢিলেঢালা ভাব, স্বাস্থ্যবিধিরও তোয়াক্কা করছেন না কেউ । নির্দেশনা মেনে ট্রেন যাত্রা করলেও, উল্টো দৃশ্য বাসে। এদিকে, মানিকগঞ্জে এক অনুষ্ঠান স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, বিধিনিষেধ না মানলে, হাটতে হতে পারে লকডাউনের পথে।
বাস কাউন্টারগুলোতে যাত্রী চাপে স্বাস্থ্যবিধি চরমভাবে উপেক্ষিত। বাসে কিংবা কাউন্টারে কোথাও নেই জীবানুনাশক স্প্রে। বসানো হচ্ছে পাশাপাশি আসনে। মাস্ক বাধ্যতামূলক হলেও-গণপরিবহনে চরমভাবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি।
সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, করোনা সংক্রমন প্রতিরোধে বাস মালিক শ্রমিকদের স্বাস্থ্যবিধি মানতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। কেন্দ্র থেকে নির্দেশনা না আসায় আগের নিয়মে চলছে যাত্রী পরিবহন।
তবে, নিয়ম মেনে যাত্রা করছে ট্রেন। অর্ধেক আসন ফাঁকা রেখে দেয়া হচ্ছে টিকিট।
করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহনসহ ১১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মানিকগঞ্জে এক অনুষ্ঠানে বলেন, এই বিধি নিষেধ না মানলে দেশে সংক্রমণ ভয়বহ আকার নিতে পারে।
তবে এখনও বাস মালিকরা সেই নির্দেশনা মানছেন না।