১১৩ পটুয়াখালী- ৩( দশমিনা- গলাচিপা) আসনের সাংসদ ও নৌ- পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা এর রত্নগর্ভা মা মিসেস ছকিনা খানম এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
মরহুমার জানাজার নামাজ দশমিনা উপজেলার মধ্য বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ জানুয়ারী রবি বার বেলা সাড়ে ১১ টার দিকে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজ পড়ান এ উপজেলার মধ্য বেতাগী শরিয়াতিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলহাজ্ব সুলতান আহমেদ। মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রধান নির্বাচন কমিশনার ও মরহুমার ভাই বীর মুক্তিযোদ্ধা কে. এম. নুরুল হুদা, মরহুমার ছেলে সাংসদ এস,এম শাহজাদা, মরহুমার ভাই আবু আবু তাহের খান,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলম গীর, মরহুমার স্বামী হাজী লুৎফর রহমান সেলিম।
উক্ত জানাজার নামাজে এসময় অংশ গ্রহণ করেন, পটুয়াখালীর জেলা প্রশাসক জেলা মোহাম্মদ কামাল হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ ( পিপিএম বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান পটুয়াখালী -১ আসনের সাংসদ এর প্রতিনিধি ও পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এ্যাড, আরিফুজ্জামান রনি,বাউফল ও গলাচিপা পৌর সভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল ও আহসানুল হক তুহিন,
দশমিনা, বাউফল ও গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ শাহিন শাহ্,দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দশমিনা সদর ইউপির চেয়ারম্যান এ্যাড, ইকবাল মাহামুদ লিটন, বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার গন, গলাচিপা, দশমিনা ও বাউফল থানার অফিসার ইনচার্জ( ওসি) গন, বাউফল,দশমিনা ও গলাচিপার বিভিন্ন ইউপির চেয়ারম্যান,মেম্বারগন এবং বিভিন্ন দপ্তরের নানা স্তরের কর্মকর্তাগন, রাজনৈতিক নেতৃ বৃন্দ, সুধীজন ও মরহুমার আত্নীয়- স্বজন সহ হাজার হাজার ধর্ম প্রান মুসলমান গন।