জাকের পার্টির চেয়ারম্যানের শুভ জন্মদিন উপলক্ষে শেরপুরে আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি (শুক্রবার) রাতে শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজারস্থ স্কুল মাঠে এ ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
মহা পবিত্র বিশ্ব উরস শরীফ-২০২২খ্রিঃ এর প্রস্তুতি ও জাকের পার্টির চেয়ারম্যান এর শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত আজিমুশ্বান ইসলামী জলসায় বিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান,পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।
প্রধান অতিথি তার বক্তব্যে স্বাধীন বাংলার শ্রেষ্ঠ ওলি,বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী এর কিশোর জীবনের ইতিহাস বর্ণনা করেন।
এসময় তিনি উপ-মহাদেশে সম্ভাব্য বিপদের ঘন-ঘটাকে মোকাবেলায় দেশবাসীকে সর্তকতা অবলম্বন করে জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসায় শেরপুর জেলা জাকের পার্টির সভাপতি গোলাম কিবরিয়া খাজা শ্যামল,সাধারণ সম্পাদক হযরত আলী, জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ খান অটল,ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আহাম্মেদ,শেরপুর জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহদী হাসান সিয়াম,টাঙ্গাইল জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ মনা মিয়াসহ জাকের পার্টি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,আশেকান-জাকেরান ও ধর্মপ্রাণ মুমিন-মুসলমান উপস্থিত ছিলেন।,