নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে লালমনিরহাট জেলা যুবদলের সাধারন সম্পাদক ও শান্ত মনের রাজনীতিবিধ মরহুম আব্দুল হালিমের ১ম মৃত্যু বার্ষিকী।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) লালমনিরহাট জেলা বিএনপি’র আয়োজনে মরহুম আব্দুল হালিমের মৃত্যুর এক বছর পূর্তি উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও স্বরণ সভার করা হয়।
বেলা ১২টার দিকে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে মরহুম আব্দুল হালিমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক, লালমনিরহাট পৌর বিএনপি’র আহবায়ক আফজাল হোসেন ও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
পরে দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তন ও কমিউনিটি সেন্টারে তার কর্মময় জীবন নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্বরণ সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন সবাই। এ সময় উপস্থিত ছিলেন মরহুম আব্দুল হালিমের সহধর্মীনি ও পুত্র সাদ্সহ পরিবারের সদস্যরা। লালমনিরহাট পৌরবিএনপি’র আহবায়ক ও স্বরণ সভার সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন। মরহুম আব্দুল হালিম দির্ঘদিন জেলা যুবদলের সাধারন সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০২০ সালে ২৩ ডিসেম্বর ঢাকায় কিডনী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আব্দুল হালিম মৃত্যুবরণ করেন। তিনি দির্ঘদিন থেকে কিডনী রোগে ভুগছিলেন।