পটুয়াখালীর গলাচিপা বন্দরের প্রবীন ব্যবসায়ী মরহুম আবদুল বাসেত সরদারের বড় ছেলে পৌরসভার ১
নম্বর ওয়ার্ডের নতুন বাজার কলবাড়ির বাসিন্দা হাবিবুর রহমান (শাহিন) সরদার মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টার সময় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক পঞ্চান্ন বছর।
তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। তার অকাল মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা সাজু (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান,
পৌর মেয়র আহসানুল হক তুহিন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা মামুন আজাদ, গলাচিপা বণিক সমিতির সভাপতি শাহজাহান মিয়া, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ পৌর শহরের বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেন।