গলাচিপায় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার গলাচিপা উপজেলা সংবাদদাতা হারুন অর রশিদের পিতা গলাচিপা সদর ইউনিয়নের সমাজ সেবক আপ্তার আলী হাওলাদার (৯৫) বার্ধক্যজনিত রোগে বৃহস্পতিবার সকাল ৬টা ৩০
মিনিটে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি— রাজেউন)। তিনি দীর্ঘ দিন যাবৎ বার্ধক্য জনিত কারণে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৬ ছেলে,১২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিপিসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে দক্ষিণ চরখালী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গলাচিপা প্রেস ক্লাবের সাংবাদিকরা গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।