সুনামগঞ্জের জগন্নাথপুরে ফকির সাধক খলিফা কলমধর আলী ওরফে একলাগাজী স্মরণে বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) রাত ৯ টায় জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রামের (পুরান হাটি চন্ডচড়ী) মোকাম প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম পীরের সভাপতিত্বে ও বাউল শিল্পি নুনু গাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সালিসি ব্যাক্তিত্ব আলহাজ্ব ময়নুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন রাসেল,
বিশিষ্ট সংগীত অনুরাগী নুরুল ইসলাম, যুক্তরাজ্যস্থ বাউল সংগঠনের উপদেষ্টা গীতিকার সিজ্জিল খান, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া।
অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সংগীত অনুরাগী যুক্তরাজ্য প্রবাসী সুরুজ আলী, গীতিকার ইরন মিয়া, আব্দুর রহিম, সংগীত অনুরাগী সেলিম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ, সাধক ফকির কলমধর আলী ওরফে একলাগাজী ওরস কমিটির সভাপতি আব্দুল মুকিত, গীতিকার আব্দুল কাইয়ুম প্রমূখ।
আলোচনাসভা শেষে বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল শিল্পী হারুন মিয়া, বাবু লাল সরকার, বাউল নুনু গাজী, বাউল রিমন গাজী, বাউল সফিক উদ্দিন, গীতিকার আব্দুল কাইয়ুম, আবুল কাশেম।