চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছেন ভারতের দিল্লির বাসিন্দারা। মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে এবার শহরটির সব শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
সেইসাথে দিল্লির বেসরকারি সংস্থাগুলোর ৫০ শতাংশ কর্মীকে দেয়া হয়েছে বাসা থেকে কাজ করার পরামর্শ। এনডিটিভি এই তথ্য জানিয়েছে। দিল্লির দূষণের ফলে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে করণীয় নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরকারি পর্যায়ে আলোচনা চলছে।
মাত্রাতিরিক্ত দূষণের ফলে অবশেষে স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়া হলো। করোনাকালে যেভাবে অনলাইনে ক্লাস চলতো সেভাবেই পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।
অন্যদিকে দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তর প্রদেশের ৫০ শতাংশ কর্মীকে দেওয়া হয়েছে আগামী ২১ নভেম্বর পর্যন্ত ঘরে বসে কাজের পরামর্শ।
অরবিন্দ কেজরিওয়াল সরকার প্রতিবারের মতো এবারও দিল্লির দূষণের জন্য প্রতিবেশী রাজ্যের কৃষকদের ফসলের গোড়া পোড়ানোকে দায়ী করেছে। তবে এর পেছনে কলকারাখানার বর্জ্য ও গ্যাস, যানবাহনের ধোঁয়া এবং রাস্তার ধুলোই মূল কারণ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।