৫৩তম বছরে পদার্পন করেছে বাংলাদেশ উদিচী শিল্পীগোষ্ঠী।
“নৈঃশব্দ ভেঙে জেগে উঠো দ্রোহে” এই শ্লোগানকে সামনে রেখে উদিচী ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
। লক্ষ লক্ষ মানুষের ভিতর জায়গা করে নিয়েছে উদিচী। মেহনতি মানুষের জন্য গান গেয়ে গেয়ে গ্রাম থেকে গ্রামান্তরেআজ এই পর্যায়ে এসে পৌছে উদিচী।
১৯৬৮ সালের ২৯ অক্টোবরে সত্যেন সেন ও রনেশ দাসগুপ্তের হাতে প্রতিষ্ঠিত করেছেন আজকের উদিচী।
৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নোয়াখালী উদিচী শিল্পীগোষ্ঠী ।
২৮ অক্টোবর (শুক্রবার) বিকাল ৩টা ৩০ মিনিটের সময় নোয়াখালী পৌর পার্কে জাতীয় সংঙ্গীত গেয়ে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নোয়াখালী উদিচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অজয় কুমার আচার্য’র সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উদিচী’র নোয়াখালী জেলা
সহ-সভাপতি আব্দুল আউয়াল ও সহ-সভাপতি তপন ঘোষ, জেলা যুগ্ম- সাধারণ সম্পাদক হারুনুর রশীদ শাহেদ, নোয়াখালী জেলা কমিটির সদস্য মানিক মজুমদার, চাটখিল উপজেলা শাখার সংগঠক ও জাতীয় কমিটির সদস্য সমীর চক্রবর্তী, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জাতীয় কমিটির সদস্য এ,এইচ,এম মান্নান মুন্না, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মিলন চন্দ্র দাস।