শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন জামিন পেয়েছেন।
ঢাকার তৃতীয় শ্রম আদালত মঙ্গলবার (১২ অক্টোবর) ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিন মঞ্জুর করেন।
মামলার অপর তিন আসামি হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও শাহজাহান।
ড. ইউনূসের আইনজীবী আবদুর রেজ্জাক খান বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের করা মামলায় ড. ইউনূসসহ চারজন আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি নিয়ে তাদের জামিন মঞ্জুর করেন।