চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার আটকবর এলাকার দুই বেকারি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
তিনি জানান, সোমবার (২৭শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা হতে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত দামুড়হুদা উপজেলার আটকবর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে নষ্ট ও পঁচা ডিম দিয়ে কেক এবং বিস্কুট তৈরির অপরাধে মেসার্স ভাই ভাই বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা এবং একই আইনে মেসার্স মিনার বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।