১। বাইডেনের কোভিড সম্মেলনে প্রধানমন্ত্রী,করোনা টিকা হোক সার্বজনীন।
২। সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নে বসতবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেন তিতাস কতৃপক্ষ।
৩। এবার ইভ্যালির সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা হাইকোর্টের ।
৪। চলতি বছর বিদ্যুতে আলোকিত হবে চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের ৮ হাজার পরিবার।
৫। দ্রুত এগিয়ে চলছে রেল পথের নির্মাণ কাজ, ঢাকা থেকে মাত্র তিন ঘণ্টায় যশোর।
৬। রাজধানির ভাসানটেক সড়কের অন্তত ৮০ শতাংশ ফুটপাত অবৈধ দখলে।
৭। বরগুনায় ইলিশের ভরা মৌসুমেও কাঙ্খিত ইলিশের দেখা পায়নি জেলেরা।
৮। বেনাপল দিয়ে প্রথম চালানে গেল ১০৪ টন, সরকারের বিশেষ অনুমতিতে ভারতে ইলিশ রপ্তানি শুরু।