জলজ্যান্ত একটি স্টেডিয়াম এখন পরিণত হয়েছে মাছের খামারে। দিন ভর চলে এতে মাছ ধরার মহৎসব। নারায়ণগঞ্জের আন্তর্জাতিক খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।
https://www.youtube.com/watch?v=Z9gvW0ZYO3A
অযত্ন-অবহেলায় পরিত্যাক্ত হয়ে পরে আছে আন্তর্জাতিক এই ভেন্যু। দীর্ঘদিন ধরে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। স্টেডিয়ামের মূল ফটক থেকে আউটার পুরো এলাকা কচুরিপানায় ভরা। মূল মাঠেও পানি। নষ্ট হয়ে গেছে সিঁড়ি, ছাউনি, স্কোরবোর্ড, সাধারণ ও ভিআইপি গ্যালারি। বিস্তারিত শামীম আহমেদ এর রিপোর্টে ।
কচুরিপানার ওপর দীর্ঘ সময় মাছ ধরার ওত পেতে বসে আছে অসংখ্য বক। সাদা ডানার পেখম মেলে মাছ শিকারের জন্য ঘুরছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এযেন সৃষ্টি করেছে মনোমুগ্ধকর এক পরিবেশের। এই দৃশ্য কোন হাওড় বা লেকের নয়।
এটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের। আপসুস … একসময় আন্তর্জাতিক ম্যাচ নিয়ে ব্যস্ততা থাকলেও গত বছর চারেক ধরে সব বন্ধ। প্রায় ৬ কোটি টাকা ব্যায় করে সংস্কারের মাধ্যমে এখানে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০১৬তে।ক্ষায় আছেন তারা।