পটুয়াখালীর গলাচিপা পৌরসভার শাহা বাড়ি থেকে( ২০ জুলাই) মঙ্গলবার বিকাল ৪ টায় উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে।
উল্টো রথটি শাহা বাড়ি থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় কালী বাড়িতে এসে শেষ হয়। এসময় কেন্দ্রীয় কালী বাড়ির পুরোহিত বাসুদেব চক্রবর্তী জানান, ৭ দিন আগে রথের ঠাকুরকে এনে শাহা বাড়িতে রাখা হয়েছে।
আজ শাহা বাড়ি থেকে আবার কেন্দ্রীয় কালীতে নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কালীবাড়ি কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার বনিক, সাধারন সম্পাদক তাপস দত্ত, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় সহ হিন্দু ধর্মাবলম্বী সাধারন ভক্তরা।
কেন্দ্রীয় কালী বাড়ী কমিটির সভাপতি বাবু দিলীপ বনিক জানান, ‘সরকারীভাবে সামাজিক দ‚রত্ব বজায় রেখে যতটুক করা সম্ভব সেভাবে সীমিত আকারে এ উৎসব পালিত হল।আমি আগেও বলেছি এখনও বলছি আমরা বিশ্বের শান্তি কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা করোনা ভাইরাসে মারা গেয়ে তাদের আত্মা যেন শান্তিতে থাকে এবং যারা আক্রান্ত আছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।