চলমান মহামারীর মধ্যেও জামালপুরে করোনা সংক্রমনের পাশাপাশি হঠাৎ করে বেড়েছে সর্দি–জ্বরের প্রকোপ। জ্বর, সর্দি , কাশি নিয়ে অনেকেই ভর্তি হচ্ছেন হাসপাতালে। এদিকে এক সপ্তাহের বেশী সময় ধরে পরিচিত প্যারাসিটামল জাতীয় ঔষধের পর্যাপ্ত সরবরাহ না থাকায় বিপাকে পড়েছে রোগীরা। অনেকেই ঔষধ কিনতে এসে না পেয়ে ফিরে যাচ্ছেন খালি হাতে। তবে দ্রতই এ সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন সংশ্লিস্টরা । বিস্তারিত ডেক্স রিপোর্টে ।
https://www.youtube.com/watch?v=MAPJmq8C3F4