পটুয়াখালীর গলাচিপায় লকডাউনের তৃতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় ২৩ জনকে ১৯ হাজার ৯ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভাসহ উপজেলার রতনদী তালতলী ও চিকনিকান্দী ইউনিয়নে দুইটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ব্যবসায়ী ও পথচারিকে এ অর্থদন্ড ও ২৩টি মামলা দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ছয় ক্ষুদ্র ব্যবসায়ী ও চার পথচারিকে ৯ হাজার ২০০ টাকা জরিমানা করেন। এদিকে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম ছয় ক্ষুদ্র ব্যবসায়ী ও সাত পথচারিকে ১০ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।