মাদারীপুর জেলার শিবচর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। কাদিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে বাকি ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ব্যালট হচ্ছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এখানে চেয়ারম্যান প্রার্থী ৭৩ জন , মেম্বার প্রার্থী ৪ শত ১০ জন , সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১ শত ১৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দেশের সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হলেও শিবচরের ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীতা উন্মুক্ত করা হয়েছে।
এখানে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ২ শত ৫৫ জন, পুরুষ ভোটার ৮৯ হাজার ৪০০ জন, মহিলা ভোটার ৮১ হাজার ৮শত ৫৫ জন। মোট ভোট কেন্দ্র ১১৭ টি, ভোট কক্ষ ৪৮৭টি।
নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ২০ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ৬ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোতায়েন থাকবে। এছাড়া পুলিশ, আনসার, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে।