যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৪ জন। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছে ১৩৭ জন।
এ জেলায় মোট আক্রান্ত ৯৫৫১ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছে ৬ হাজার ৭শ’ ৪৭ জন। আর মারা গেছে ১০৯ জন।
এদিকে উচ্চঝুঁকির কারণে যশোরের পাঁচ পৌরসভা ও ৯টি ইউনিয়নে স্বাস্থ্যবিধি মানাতে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে সে স্বাস্থ্যবিধি কার্যকরভাবে মানছে না সাধারণ মানুষ।
তবে প্রশাসন বলছে, বিধিনিষেধ কার্যকর করতে আরও কঠোরতা আরোপ করা হবে। সেই সঙ্গে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ তাদের।