রাশিয়ার সাইবেরিয়ান অঞ্চলের কেমেরোভো এলাকায় একটি দুই ইঞ্জিন বিশিষ্ট এল-৪১০ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত এবং ডজনখানেকের বেশি আহত হয়েছেন।
শনিবার (১৯ জুন) রুশ গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
দেশটির জরুরি সেবা সংস্থা সূত্রের বরাতে বার্তা সংস্থা তাস জানিয়েছে, তানায় বিমানঘাঁটির কাছে একটি বনের ভেতরে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে বিমানটির ক্রু ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার সঙ্কেত পাঠিয়েছিলেন।
এই ঘটনায় ১৭ জন আহত হওয়ার আশঙ্কা রয়েছে।
রাশিয়ান সিভিল এভিয়েশন অ্যাজেন্সর সাইবেরীয় শাখা রোসাভিয়াৎসা রয়টার্সকে জানায়, ঘটনার পর তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা।