কিছুটা নিয়ন্ত্রণে এসেছে নাটোরের করোনা আক্রান্তের হার। করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। তবে গত আক্রান্তের হার ২৩ দশমিক ৫৫ ভাগ।
গত ২৪ ঘন্টায় ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৬৫ জন আক্রান্ত হয়েছেন।
নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছে আরো ১২জন রোগী। এ নিয়ে সেখানে ৪২ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছে।
এছাড়া উপসর্গ নিয়ে নাটোর সদর হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন ২২ জনের মধ্যে ২ জন গতরাতে মারা গেছেন।
দ্বিতীয় দফায় ৭ দিনের বিশেষ লকডাউনের তৃতীয় দিনে বৈরী আবহাওয়ার মাঝেও মানুষের অপ্রয়োজনিয় চলাচল নিয়ন্ত্রণে নাটোর ও সিংড়া পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছে পুলিশ।