খুলনার ডুমুরিয়ায় সাবেক স্বামীর হাতে পারভিন বেগম (৩৮) নামে এক নারী খুন হয়েছেন। সোমবার রাত ১টার দিকে ডুমুরিয়া শহীদ মহিলা কলেজের পাশের বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার পুলিশ ঘাতক স্বামী লিটন মোল্যাকে (৩৫) গ্রেপ্তার করেছে।
জানা যায়, প্রায় তিন বছর পূর্বে ডুমুরিয়া বাজার এলাকার লিটন মোল্যার সাথে খর্ণিয়ার বাহাদুর পুর গ্রামের মান্নান শেখের মেয়ে পারভিন বেগমের ২য় বিয়ে হয়।
আগের সংসারে তার দুইটি মেয়ে ছিল। গত এক মাস আগে লিটন মোল্যা ও পারভীনের ডিভোর্স হয়। তবে ওই নারীকে আবারও বিয়ে করতে চায় লিটন। কিন্তু এতে রাজি না হওয়ায় রাতে পারভিনের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, ওবাইদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। তার সাবেক স্বামী লিটন মোল্যাকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে নুরজাহান বেগম (১৯) থানায় মামলা করেছেন।