করোনা সংক্রমণের হার উর্দ্ধগতি থাকায় সাতক্ষীরায় চলমান লকডাউনকে আরও সাতদিন বর্ধিত করা হয়েছে।
সাতক্ষীরা জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বেলা ২.৩০ মিনিটে ভার্চুয়াল মিটিং শেষে এই ঘোষনা দেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
এর আগে গত ৩ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্তে ৫ জুন (শনিবার) থেকে জেলায় সাতদিনের লকডাউন শুরু হয়। তবে করোনা সংক্রশনের উর্দ্ধগতি থাকায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য সুপারিশ করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, জেলায় করোনা সংক্রমণের হার উর্দ্ধগতি রয়েছে। সাতক্ষীরা জেলার চলমান লকডাউন ৭ দিন বর্ধিত করা হয়েছে। আগামী ১৭ জুন রাত ১২ টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।