রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুন) সকাল থেকে বুধবার (৯ জুন) সকাল পর্যন্ত হাসপাতালটির করোনা ইউনিটে মারা যান তারা।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতদের চারজন করোনা পজিটিভ ছিলেন, বাকিদের করোনার উপসর্গ ছিল। মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন বাসিন্দা রয়েছেন।
তিনি আরও জানান, গত ১ জুন থেকে ৮ জুন সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৮০ জন। এর মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ এবং বাকিদের উপসর্গ ছিল। মৃতের সংখ্যা ১ জুন-৭, ২ জুন ৭, ৩ জুন ৯, ৪ জুন ১৬, ৫ জুন ৮, ৬ জুন ৬, ৭ জুন ১১, ৮ জুন ৮ ও ৯ জনু ৮ জন।
ডা. সাইফুল ফেরদৌস জানান, বুধবার সকাল পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রয়েছেন ২৭৭ জন। এর মধ্যে আইসিউতে ১৭ জন। রাজশাহীর ১৩৯, চাঁপাইয়ের ১০২, নওগাঁ ১৩, নাটোর ১৭, পাবনা ৩, কুষ্টিয়া ৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন আরও ৩৫ জন। এর মধ্যে রাজশাহীর ১৭, চাঁপাইনবাবগঞ্জের ৯, নওগাঁর ৩, নাটোরের ৪ ও মেহেরপুরের ১ জন।