আজ দুপুর সাড়ে বারোটার দিকে মোবাইল টাওয়ার থেকে যন্ত্রাংশ চুরি করে পালানোর অভিযোগে প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে ধাওয়া করে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি নারায়নগঞ্জের জালকুড়ি গ্রামের মোঃ মোহর আলীর ছেলে মোঃ আতাউর রহমান। পুলিশ জানায়, জেলার বারহাট্টা উপজেলাধীন একটা মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ চুরি করে প্রাইভেট কারে করে নিয়ে যাচ্ছে একটা চক্র এমন সংবাদের ভিত্তিতে আটক হওয়া গাড়ীটিকে সন্দেহজনক ভাবে শহরের ভিতরে দাঁড়ানোর সিগন্যাল দেয় পুলিশ।
কিন্তু গাড়ীর ড্রাইভার আতাউর রহমান বেপরোয়া গতিতে গাড়ী নিয়ে পালানোর চেষ্ঠা করে। তাকে ধাওয়া করলে সে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে গাড়ী রেখে পালিয়ে যেতে চাইলে চারপাশ থেকে ঘেরাও করে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অধিকতর তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে বলে জানায় পুলিশ।