কুষ্টিয়ায় আরও বেড়েছে করোনা রোগীর সংখ্যা, বেড়েছে সংক্রমণের হারও। গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় আরো ২০০ টি নমুনা থেকে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
২৪ ঘণ্টায় ৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত। দ্বিতীয় ঢেউ আসার পর এটিই একদিনে সর্বোচ্চ আক্রান্ত। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৩.৫ শতাংশ। কিন্ত স্বাস্থ্যবিধি মানছেন না সাধারণ মানুষ। এ পরিস্থিতিতে ৭দিনের জন্য হলেও লকডাউন দেয়ার কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. রতন।
করোনার এ নাজুক পরিস্থিতিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলছেন জেলা প্রশাসক।
ভারত সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরেও করোনা সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ উপজেলায় ৭ জনের মধ্যে করোনা সংক্রমণ বেড়েছে।